ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে ঘরের টিন মো. আলম মিয়া (৬০) নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে তার বাসার ঘরের টিন কেটে প্রবেশ করে হত্যা করা হয়।
নিহত আলম মিয়া ফান্দাউক মুন্সি পাড়ার মৃত মো. ওয়ালি মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে ফান্দাউক বাজারের সুপরিচিত একজন ব্যবসায়ী ছিলেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার সময় আলম মিয়া একা ছিলেন। হত্যাকারীরা পূর্বপরিকল্পিতভাবে রাতের আঁধারে ঘরের টিন কেটে প্রবেশ করে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে।
নিহতের ভাতিজা টিপু বলেন, ‘আমার ছোট চাচাকে কেউ সুপরিকল্পিতভাবে রাতের আঁধারে হত্যা করেছে। আমরা পরিবারের পক্ষ থেকে সঠিক তদন্ত ও বিচার চাই।’
স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত শত্রুতার কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
নাসিরনগর থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি চুরির ঘটনায় হত্যাকাণ্ড। তবে অপর একটি পক্ষ বলছে, এটি পারিবারিক ও পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।