ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী (চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৪:১৪ পিএম
নিহত ওমর আব্দুল্লাহ আদিব। ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে ওমর আব্দুল্লাহ আদিব নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু ঘটেছে।  শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শিশু আদিব ওই এলাকার উত্তর বাহারছড়া ১ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকীম বাড়ির মো. ওসমান গণির পুত্র। ওসমান গণি সাবেক ইউপি সদস্য ও উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

পরিবার সূত্র জানায় ‍‍`পরিবারের সবার অগোচরে শিশু আদিব বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়।

খোঁজাখুজির একপর্যায়ে শিশুর পিতা পুকুরে শিশুটিকে দেখতে গিয়ে উদ্ধার করেন। পরে স্থানীয়রা শিশুটিকে গুনাগরীস্থ মা-শিশু ও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।