ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ১২:২৭ এএম

দেশের ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

নতুন ডিসি নিয়োগ পাওয়া জেলাগুলো হলো : ঢাকা, পাবনা, রংপুর, যশোর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা ও রাঙামাটি।

প্রজ্ঞাপন অনুযায়ী,

  • বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব রেজাউল করিম ঢাকার ডিসি,
  • তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফা পাবনার ডিসি,
  • মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এনামুল আহসান রংপুরের ডিসি,
  • ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তা আশেক হাসান যশোরের ডিসি,
  • তথ্য ও সম্প্রচার উপদেষ্টার একান্ত সচিব ড. সৈয়দ এনামুল কবির মেহেরপুরের ডিসি,
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম নোয়াখালীর ডিসি,
  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আলম হোসেন গাজীপুরের ডিসি,
  • ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট প্রকল্পের কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা গাইবান্ধার ডিসি,
  • ভূমি সংস্কার বোর্ডের উপভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথ কুড়িগ্রামের ডিসি,
  • গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার একান্ত সচিব জাহাঙ্গীর আলম মাদারীপুরের ডিসি,
  • দুর্নীতি দমন কমিশনের পরিচালক তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজারের ডিসি,
  • মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তা খায়রুল আলম সুমন বরিশালের ডিসি,
  • কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তার বরগুনার ডিসি এবং
  • অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব নাজমা আশরাফী রাঙামাটির ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।