ঠাকুরগাঁওয়ে রান্নাঘরের আগুনে ৬টি পরিবারের ১৪ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৬ লক্ষাধিক টাকা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফকদনপুর কৈলাশ মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মোজাম্মেল হক।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার মনোরঞ্জন বর্মণ, দ্বীপক বর্মণ, শ্রী দর্প বেওয়া, কমল চন্দ্র রায়, ধর্মকান্ত রায় ও পুলেন চন্দ্র।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত হয় মনোরঞ্জন বর্মণের রান্নাঘর থেকে। সকালে রান্নাবান্না শেষে বাড়িতে শিশুদের রেখে কাজের সন্ধ্যানে বাইরে যায় মনোরঞ্জনের পরিবারের লোকজন। দুপুরে বাড়িতে আগুন দেখে বাড়ি থেকে শিশুদের উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনর্চাজ বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় মনোরঞ্জন বর্মণের রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। ৬ টি পরিবারের ১৪ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

