ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ব্যাংক আমানতের প্রবৃদ্ধি প্রায় ১০ শতাংশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০১:৫৫ এএম

চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ, যা গত ১৮ মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এতে দেখা যায়, আগস্ট ও সেপ্টেম্বরে টানা দুই মাস আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের আমানতবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। যদিও সব ব্যাংকের আমানত সমভাবে বাড়েনি। ভাবমূর্তির সংকট এবং আর্থিকভাবে দুরবস্থায় থাকা ব্যাংকগুলোর আমানত উল্টো কমে গেছে। এর বিপরীতে ভালো ব্যাংকগুলোর আমানত বেড়েছে বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর শেষে সিটি ব্যাংকের আমানত ছিল ৫১ হাজার ৪৩৬ কোটি টাকা, চলতি বছরের সেপ্টেম্বর শেষে যা বেড়ে দাঁড়ায় ৬৩ হাজার ৪৫৬ কোটি টাকায়। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির আমানত বেড়েছে ১২ হাজার ২০ কোটি টাকা বা ২৩ দশমিক ৪ শতাংশ, আমানত প্রবৃদ্ধিতে যা ব্যাংক খাতের মধ্যে সর্বোচ্চ। সিটি ব্যাংক এখন দেশের শীর্ষ ব্যাংকগুলোর একটি। গত বছর ব্যাংকটির নিট মুনাফা ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। চলতি বছরের প্রথম ৯ মাসে সিটি ব্যাংক মুনাফা করেছে ৭২২ কোটি টাকা।

এদিকে ব্র্যাক ব্যাংকের আমানত গত বছর শেষে ছিল ৭৭ হাজার ৭০৫ কোটি টাকা, গত সেপ্টেম্বরে যা বেড়ে হয়েছে ৯৩ হাজার ৭৭২ কোটি টাকা। সেই হিসাবে ৯ মাসে ব্যাংকটির আমানত বেড়েছে ১৬ হাজার ৬৭ কোটি টাকা বা ২০ দশমিক ৬৮ শতাংশ। ব্র্যাক ব্যাংক চলতি বছরের প্রথম ৯ মাসে ১ হাজার ৫৩৬ কোটি টাকা মুনাফা করেছে। গত বছর ব্যাংকটির মুনাফা ছিল ১ হাজার ৪৩২ কোটি টাকা। চলতি বছরের ৯ মাসে আমানত প্রবৃদ্ধিতে তৃতীয় অবস্থানে থাকা ইউসিবির আমানত গত সেপ্টেম্বরে বেড়ে হয়েছে ৬৫ হাজার ৩৪৬ কোটি টাকা। ৯ মাসে ব্যাংকটির আমানত বেড়েছে ১০ হাজার ১২৩ কোটি টাকা বা ১৮ দশমিক ৩৩ শতাংশ।

যমুনা ব্যাংকের আমানত ৯ মাসে বেড়েছে ৪ হাজার ৫৯২ কোটি টাকা, প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৭৯ শতাংশ। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকটির আমানত বেড়ে হয়েছে ৩৫ হাজার ৬৩৩ কোটি টাকা, গত বছর শেষে যার পরিমাণ ছিল ৩১ হাজার ৪১ কোটি টাকা। যমুনা ব্যাংক ৯ মাসে ৪১৬ কোটি টাকা মুনাফা করেছে, যেখানে ২০২৪ সালে মুনাফা ছিল ২৭৯ কোটি টাকা। এদিকে পূবালী ব্যাংকের আমানত গত সেপ্টেম্বরে বেড়ে হয়েছে ৮৫ হাজার ৪৫৬ কোটি টাকা। গত বছর শেষে যার পরিমাণ ছিল ৭৪ হাজার ৪৮৮ কোটি টাকা। ৯ মাসে ব্যাংকটির আমানত বেড়েছে ১০ হাজার ৯৬৮ কোটি টাকা বা ১৪ দশমিক ৭২ শতাংশ। পূবালী ব্যাংক ৯ মাসে মুনাফা করেছে ৯০০ কোটি টাকা। গত বছর শেষে মুনাফার পরিমাণ ছিল ৭৬২ কোটি টাকা।

ডাচ্-বাংলা ব্যাংকের আমানত গত সেপ্টেম্বর শেষে বেড়ে হয়েছে ৫৯ হাজার ৭৮৬ কোটি টাকা। তাতে ৯ মাসে ব্যাংকটির আমানত বেড়েছে ৭ হাজার ৫৯৯ কোটি টাকা, প্রবৃদ্ধি ১৪ দশমিক ৫৬ শতাংশ। গত বছর ব্যাংকটি মুনাফা করেছিল ৪৭৩ কোটি টাকা। গত ৯ মাসে নিট মুনাফা দাঁড়িয়েছে ২৫৬ কোটি টাকা। বেসরকারি ইস্টার্ন ব্যাংকের আমানত গত ৯ মাসে বৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৬৮ শতাংশ বা ৬ হাজার ২৪৫ কোটি টাকা। ২০২৪ সাল শেষে ব্যাংকটির আমানত ছিল ৪৫ হাজার ৬৪৭ কোটি টাকা, গত সেপ্টেম্বরে যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৯২ কোটি টাকায়। গত ৯ মাসে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ৫৮৪ কোটি টাকা, গত বছর যার পরিমাণ ছিল ৭৫০ কোটি টাকা। এ সময়ে আমানত প্রবৃদ্ধিতে অষ্টম অবস্থানে থাকা ট্রাস্ট ব্যাংকের আমানত সম্প্রতি ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ৯ মাসে আমানত বেড়েছে ৫ হাজার ৪৭২ কোটি টাকা বা ১২ দশমিক ১৯ শতাংশ।

চলতি বছরের প্রথম ৯ মাসে ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে ১৮ হাজার ৫৭৮ কোটি টাকা বা ১১ দশমিক ৫৩ শতাংশ। গত বছর শেষে ব্যাংকটির আমানত ছিল ১ লাখ ৬১ হাজার ১ কোটি টাকা, গত সেপ্টেম্বরে যা বেড়ে হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৫৭৯ কোটি টাকা। গত সরকারের মেয়াদে এস আলমের নিয়ন্ত্রণে থাকায় ব্যাংকটি এখনো ধুঁকছে। ১ লাখ কোটি টাকা ঋণ আদায় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর মধ্যে বড় অংশই খেলাপি হয়ে পড়েছে। গত বছর ব্যাংকটির মুনাফা হয়েছে ১০৮ কোটি টাকা। গত ৯ মাসে মুনাফা দেখিয়েছে ৯৯ কোটি টাকা।

এ ছাড়া চলতি বছরে ঢাকা ব্যাংকের আমানত বেড়েছে ৩ হাজার ৩৪৮ কোটি টাকা বা ১১ দশমিক ১৯ শতাংশ। ব্যাংকটির আমানত গত বছর শেষে ছিল ২৯ হাজার ৯১৬ কোটি টাকা। গত সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয়েছে ৩৩ হাজার ২৬৪ কোটি টাকা। ব্যাংকটি আমানত প্রবৃদ্ধিতে ১০ম অবস্থানে। এর বাইরে প্রাইম ব্যাংকের আমানত বেড়েছে ৩ হাজার ৯৮৪ কোটি টাকা বা ১১ দশমিক ১১ শতাংশ। প্রাইম ব্যাংকের আমানত গত বছর শেষে ছিল ৩৫ হাজার ৮৬৫ কোটি টাকা, গত সেপ্টেম্বর শেষে যা বেড়ে হয়েছে ৩৯ হাজার ৮৪৯ কোটি টাকা। ব্যাংকটি গত বছর ৭৪৫ কোটি টাকা মুনাফা করেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে মুনাফা দাঁড়িয়েছে ৬২৯ কোটি টাকা।