ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ক্লাবের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে সফল টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অপরিহার্য দক্ষতাসমূহের ওপর সেমিনার। বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউর উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

