ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

পেশাগত সাফল্যের পথে টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুত করতে আইএসইউতে সেমিনার

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০২:০৮ এএম

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ক্লাবের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে সফল টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অপরিহার্য দক্ষতাসমূহের ওপর সেমিনার। বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউর উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।