ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০২:০২ এএম
বিমানবন্দর এলাকায় বিস্ফোরিত ককটেল

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত প্রায় ১০টা ২০ মিনিটের দিকে বিমানবন্দর গোলচত্বরের আউটগোয়িং গেটের সামনে এবং বিমানবন্দর ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে রাস্তায় এ বিস্ফোরণ ঘটে।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। কেউ আহত হয়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। কারা, কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।