ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মিরপুরে বাসে আগুন দিয়ে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ, যুবকের মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০১:২৩ এএম

রাজধানীর মিরপুর বেরীবাঁধ এলাকায় বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয় জনতার ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে এক যুবক মারা গেছেন। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাহ আলী থানা এলাকায় এ ঘটনা ঘটে।

শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি নিজেই বাসে আগুন দিয়েছিলেন। স্থানীয়দের চোখে পড়লে তিনি পালানোর চেষ্টা করেন। ধাওয়া খেয়ে পাশের তুরাগ নদীতে ঝাঁপ দিলে ডুবে যান।

তিনি আরও জানান, নদী থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, তবে তিনি পরিবহন শ্রমিক হতে পারেন বলে জানা গেছে।

ঘটনার সময় স্থানীয়রা রুদ্র মোহাম্মদ নামে আরও একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আগুনে কিরণমালা পরিবহনের বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ১০টা ২২ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।