ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

২৩ নভেম্বর বিপিএলের নিলাম

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০১:৪১ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১২ বছর পর আবারও ফিরছে খেলোয়াড়দের নিলাম। গত বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এর আগে ২০১২ ও ২০১৩ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে নিলাম পদ্ধতি চালু থাকলেও পরবর্তী ৯টি আসর অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে। আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের নিলাম। এ নিলামে অংশ নেবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজিÑ ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস। নিলামের মাধ্যমেই দল গঠন করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিলের যৌথ আয়োজনে এবার ফ্র্যাঞ্চাইজি মালিকানার নতুন চক্র শুরু হচ্ছে। বিসিবির বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মান বজায় রাখতে এবারের নিলামে আনা হচ্ছে পুনর্গঠিত ও স্বচ্ছ দরপত্র প্রক্রিয়া।’ নতুন নিলামকাঠামো অনুযায়ী স্থানীয় ক্রিকেটারদের ভাগ করা হবে ছয়টি বিভাগে, বিদেশিদের পাঁচটি বিভাগে। স্থানীয়দের সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা, দাম বাড়ানো যাবে ৫ লাখ টাকা করে।

বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ হাজার মার্কিন ডলার, প্রতি ধাপে ৫ হাজার ডলার করে দাম বাড়ানো যাবে। প্রতিটি দল নিলামের আগে সরাসরি চুক্তিতে সর্বোচ্চ দুজন দেশি (‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে) এবং এক বা দুজন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। সেটা হতে হবে গভর্নিং কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে। নিলাম প্রক্রিয়া অনুষ্ঠিত হবে দুই ধাপেÑ প্রথমে স্থানীয় খেলোয়াড়, পরে বিদেশি খেলোয়াড়। প্রতিটি দলকে নিলাম থেকে অন্তত ১১ জন দেশি খেলোয়াড় নিতে হবে; সর্বোচ্চ সীমা ১৫ জন। সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড়দের এই তালিকার বাইরে রাখা হবে।

সরাসরি চুক্তির অর্থ বাদে স্থানীয় খেলোয়াড়দের জন্য প্রতিটি দলের বাজেট-সীমা নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে এক দলে যত খুশি নিবন্ধন করানো যাবে, তবে মাঠে একাদশে থাকতে পারবে দুই থেকে চারজন। প্রতিটি দলকে নিলাম থেকে অন্তত দুজন বিদেশি খেলোয়াড় কিনতে হবে। বিদেশিদের জন্য মোট বাজেটসীমা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এ ক্ষেত্রে অবশ্য সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড়দের অর্থও অন্তর্ভুক্ত থাকছে।