চট্টগ্রামের কর্ণফুলীতে প্রেমিককে চোখ বেঁধে মধ্যযুগীয় কায়দায় ভয়াবহ নির্যাতনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বড়উঠান এলাকায় এক ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার মো. আলমগীর (২৫) পেশায় বাসচালক। তিনি কর্ণফুলীর পুতা বেচার বাড়ির বাসিন্দা। গুরুতর অবস্থায় বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলমগীরের সঙ্গে এক গার্মেন্টসকর্মী তরুণীর (২৩) প্রেমের সম্পর্ক ছিল। আলমগীরের পরিবার সম্পর্কটি মেনে নিলেও মেয়েটির পরিবার শুরু থেকেই আপত্তি জানায়। পরবর্তীতে আলমগীর অন্যত্র বিয়ে করলেও প্রেমিকার সঙ্গে যোগাযোগ চালিয়ে যান।
গত শুক্রবার রাতে প্রেমিকার ফোন পেয়ে আলমগীর তার ভাড়াবাসায় যান। সেখানে তাকে আটকে রেখে শনিবার দুপুর ১টার দিকে প্রেমিকার মা, দুই ভাই, দুই বোন ও তাদের স্বামীরা মিলে গামছা দিয়ে হাত-পা ও চোখ বেঁধে মারধর করেন। একপর্যায়ে তার হাত ও পায়ের নখ উপড়ে ফেলার অভিযোগ ওঠে।
এ ঘটনা নিয়ে আলমগীরের ভাই জসিম উদ্দিন বলেন, ‘আমার ভাই যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু তারা নিজেরাই আইন হাতে তুলে নিয়ে তাকে নৃশংসভাবে নির্যাতন করেছে। সে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে।’
এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘বাসায় ডেকে নিয়ে যুবককে নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’