ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

সীতাকুণ্ডে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৯:০৯ পিএম
সীতাকুণ্ডে প্রাইভেটকারের ধাক্কায় জসীম উদ্দিন নিহত। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায়  জসীম উদ্দিন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাশেম গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জসীম উদ্দিন সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুর রহমানের ছেলে এবং পৌরসভার সমাজসেবক ও নারী উন্নয়নকর্মী আলেয়া বেগমের স্বামী।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল বিএমডিপো এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন। তিনি বলেন, প্রাইভেটকারটি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।