ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

দাওয়াত না পেয়ে বিয়ের অনুষ্ঠানে হামলা, বর-কনেসহ আহত ১০

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৮:০৩ পিএম
বাঁশখালীতে বিয়ের অনুষ্ঠানে হামলা। ছবি- সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) বিকেলে বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়ায় কে. বি. কনভেনশন সেন্টারের পাশে সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে পূর্ব বৈলছড়ি নতুন পাড়ার জাফর আহমদের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে চেচুরিয়া ভোলারঘাটা এলাকার মনছপ আলির মেয়ে রহিমা আক্তারের বিয়ের আয়োজন হয়। অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে বরযাত্রীদের ওপর হামলা চালানো হয়।

বরপক্ষের অভিযোগ, বরের বোন খালেদা বেগমের স্বামী রশিদ আহমদের নেতৃত্বে এ হামলা হয়। তারা বরের শেরওয়ানি ছিঁড়ে ফেলে এবং নববধূর স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।

হামলায় বর জসিম উদ্দীন, তার বাবা জাফর আহমদ, ভাই জমির উদ্দীন, বোন গোলতাজ বেগম ও নাছিমা আক্তারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

অপর এক সূত্র জানায়, বোন খালেদা বেগম তার স্বর্ণালঙ্কার ও টাকা বন্ধক দিয়ে ভাই জসিম উদ্দীনকে বিদেশ পাঠিয়েছিলেন। সেই অর্থের হিসাব না দেওয়া এবং বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ভাই-বোনের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘ভাই-বোনের মধ্যে টাকার লেনদেন-সংক্রান্ত একটি বিষয় নিয়ে ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে ঘটনাটি ক্লাবে নয়, বাইরে রাস্তায় ঘটেছে। এখনো কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।’