চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় হাছি মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে দাঁতমারা বাজার সংলগ্ন বালুখালী বাংলোর পেছনে প্রবাসী মোহাম্মদ জাহেদের বাড়ির সামনে সড়ক থেকে হাছি মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হাছি মিয়া উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিচিন্তা সিকদারখীল গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর তিনি দেশে ফিরে স্থানীয়ভাবে ব্যবসা করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় হাছি মিয়ার নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। তবে কীভাবে এবং কখন তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তারা কিছুই জানাতে পারেননি।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে হাছি মিয়া এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান এবং সেখানেই রাতযাপন করেন। ভোরে ফজরের নামাজ পড়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। সকাল ৬টার দিকে স্থানীয়রা বাংলোর পাশের সড়কে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
স্থানীয় সূত্র জানায়, নিহত হাছি মিয়ার পারিবারিক কলহ দীর্ঘদিন ধরে চলছিল। তার স্ত্রীর সঙ্গে দাম্পত্য বিরোধও ছিল বলে জানা গেছে। এ কারণে স্ট্রোক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকেই।
ভূজপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন