বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে সুপারিশকৃত ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীর নিয়োগের সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তিনটি অধিদপ্তরে পাঠানো হয়েছে।
সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ঠিতে বলা হয়েছে, এনটিআরসিএ কর্তৃক শূন্যপদের চাহিদা সংগ্রহের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২ হাজার ৪১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বমোট ১ লাখ ৪৭টি শূন্যপদের বিপরীতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে টেলিটক বাংলাদেশ লি. কর্তৃক সফটওয়ারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় শর্তসাপেক্ষে গত ১৯ আগস্ট ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীর নিয়োগ সুপারিশ করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ২৪ হাজার ৭৭৩ জন প্রার্থী, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ১৬ হাজার ৩৪১ জন প্রার্থী এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৫১৩ জনসহ প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়।
উল্লেখ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা ও পরবর্তী নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করার জন্য শূন্যপদের সংখ্যা জানা প্রয়োজন। চলতি ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় নিয়োগ কার্যক্রম সম্পন্নের ওপর উল্লিখিত কার্যক্রম নির্ভরশীল। তাই নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীগণের নিয়োগ সুপারিশপত্রে উল্লিখিত সময়ের মধ্যে নিয়োগপত্র দেওয়া, যোগদানপত্র গ্রহণ এবং এমপিওভুক্ত কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি।
এমন পরিস্থিতিতে ৪১ হাজার ৬২৭ জন সুপারিশকৃত প্রার্থীর নিয়োগ সুপারিশপত্রে উল্লেখিত সময়ের মধ্যে নিয়োগের সব কার্যক্রম সম্পন্ন নিশ্চিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন