চট্টগ্রামের পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুচক্রদণ্ডী এলাকায় এক ভাড়াটিয়ার বাসায় চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে সরযু প্রভা নিবাস রঞ্জিত চক্রবর্তীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ সময় চোরের দল ৫ ভরি স্বর্ণালংকার (গলার চেইন, কানের দুল, নাকপুল) ও নগদ এক লাখ টাকা নিয়ে যায়।
ভুক্তভোগী ভাড়াটিয়া লিটন দাশ সাতকানিয়া উপজেলার ছোট ডেমসা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চিত্তরঞ্জন দাশের পুত্র। তিনি দীর্ঘ সাড়ে পাঁচ বছর ধরে ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
লিটন দাশের স্ত্রী অঞ্জলী দাশ জানান, তারা চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে গিয়েছিলেন। তাদের অনুপস্থিতিতে চোরের দল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মূল্যবান স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পটিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) নয়ন চাক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, পটিয়া এলাকায় সম্প্রতি একের পর এক চুরি, ছিনতাই, ডাকাতি ও খুনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন