টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করার পর, ওয়ানডেতে প্রথম ম্যাচেই ৫ উইকেটের হারে ব্যাকফুটে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা মেহেদী হাসান মিরাজের দল আজ আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের।
তবে শুধু সিরিজ বাঁচানোই নয়, এই ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক বড় প্রশ্নের উত্তর খোঁজারও মঞ্চ। নিজেদের ‘পছন্দের ফরম্যাট’ বলে দাবি করে আসা ৫০ ওভারের ক্রিকেটে দলের বর্তমান অবস্থা বেশ করুণ।
এ বছর খেলা ছয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়, আর গত ১২ মাসে এসেছে মোটে দুটি জয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর খেলা ১৮ ম্যাচের মধ্যে মাত্র ৫টিতে জয়—এই পরিসংখ্যানই বলে দেয়, মিরাজরা এই সংস্করণে যেন নিজেদের হারিয়ে খুঁজছেন।
প্রথম ওয়ানডেতে হারের পেছনে আফগান লেগ স্পিনার রশীদ খানের ভেলকি বড় ভূমিকা রেখেছে। মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের শতরানের জুটি ভাঙার পর রশিদ একাই ধস নামান।
আবুধাবির ধীরগতির উইকেটে রশীদের বলে মিরাজ, জাকের আলী ও নুরুল হাসানদের এলবিডব্লিউ হওয়া টাইগারদের জন্য এক বড় দুশ্চিন্তার কারণ।
অন্যদিকে, টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। তারা এখন চোখ রাখছে বাংলাদেশের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ জয়ে।
এর আগে ২০২৩ (বাংলাদেশে) ও ২০২৪ (শারজাতে) সালে দুটি সিরিজ পকেটে পুরেছে তারা। সিরিজ জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া আফগানরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন