সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ১০:৩৫ এএম

মঙ্গলবার ঢাকায় আসবে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার অ্যাম্বুল্যান্স

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ১০:৩৫ এএম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। ছবি - সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। ছবি - সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুল্যান্সটি আগামীকাল মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে অনুমোদন পেয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুল্যান্সটি আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা (বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সকাল ৮টা ২০ মিনিটে) ঢাকায় নামার অনুমতি পেয়েছে। চাইলে বিমানটি এদিন রাত ৯টার দিকে ঢাকায় থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যেতে পারবে। তবে এই সময়সূচি রোগীর শারীরিক অবস্থার ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

সূত্র জানায়, এফএআই এভিয়েশন গত শনিবার যে আবেদন করেছিল, তাতে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং বুধবার লন্ডনের উদ্দেশে যাত্রা করার পরিকল্পনা ছিল। বিমানটি চার্টার করার ক্ষেত্রে কাতার সরকার পৃষ্ঠপোষকতা করছে।

এদিকে বিএপির বিভিন্ন মহল বলছে, খালেদা জিয়ার লন্ডন যাত্রা এখনো অনিশ্চিত। তার ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেনসহ চিকিৎসক দলের মূল্যায়ন অনুযায়ী, দেশে বা বিদেশে নেওয়ার সিদ্ধান্ত তার শারীরিক অবস্থার ওপর সম্পূর্ণ নির্ভরশীল।

চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। কিছু পরীক্ষায় কিডনি ও ফুসফুসে সামান্য অগ্রগতি দেখা গেলেও সামগ্রিকভাবে ঝুঁকি যথেষ্ট রয়ে গেছে; তাকে এখনো আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। এ কারণেই দীর্ঘ যাত্রা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

গত দুই সপ্তাহ ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সম্ভাব্য তারিখ বারবার পরিবর্তিত হচ্ছে।

বিএনপি প্রথমে জানায়, তাকে ৫ ডিসেম্বর ভোরে লন্ডনে নেওয়া হবে। পরে নতুন তারিখ দেওয়া হয় ৭ ডিসেম্বর, এরপর আবার তা পরিবর্তন করে ৯ ডিসেম্বর করা হয়। চিকিৎসকদের মূল্যায়ন অনুযায়ী, তার শারীরিক অবস্থার পরিবর্তন না হওয়ায় সিদ্ধান্ত আরও দুই দিন পিছিয়েছে।

চিকিৎসা–সংশ্লিষ্ট সূত্র জানায়, পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি বা ঝুঁকি পুনর্মূল্যায়নের ওপর বিদেশযাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে।

Link copied!