ফুটবলের পর এবার ফুটসালেও বিশ্বের মঞ্চে আধিপত্য দেখিয়েছে ব্রাজিলের নারী দল। প্রথমবারের মতো আয়োজন হওয়া ফিফা নারী ফুটসাল বিশ্বকাপে দাপটের সঙ্গে শিরোপা জিতেছে সেলেকাও নারী দল।
রোববার (৭ ডিসেম্বর) ফাইনালে পর্তুগাল নারী দলকে ৩-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ব্রাজিল। পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকার মাধ্যমে শিরোপা নিশ্চিত করেছে লাতিন আমেরিকার এই দেশটি।
ফিলিপাইনের মানিলার ফিলস্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত হাইভোল্টেজ ফাইনালে দুই দলই শুরু থেকেই আক্রমণে দেখা দিয়েছে। তবে পর্তুগালের তুলনায় স্পষ্টভাবে এগিয়ে ছিল ব্রাজিল, যা তাদের প্রথম গোলের মাধ্যমে প্রমাণিত হয়।
ম্যাচের ৯ মিনিট ৪৬ সেকেন্ডে এমিলি প্রথম গোল করেন ব্রাজিলকে এগিয়ে দেওয়ার জন্য। প্রথমার্ধে পর্তুগাল ৪টি অনটার্গেট শট করেও গোলের দেখা পায়নি, যেখানে ব্রাজিল ৮টি অনটার্গেট শটের মধ্যে একটি সফল গোল করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ২২ মিনিট ২৫ সেকেন্ডে গোল করে লিড আরও বাড়ান আমানদিনহা, আর ম্যাচের শেষের দিকে ৩৭ মিনিট ৫১ সেকেন্ডে দেবরা ভেনিন তৃতীয় গোলটি করেন। শেষ পর্যন্ত ফাইনাল পরিণতি হয় ৩-০ গোলে ব্রাজিলের জয়।
ম্যাচ পরিসংখ্যানেও স্পষ্ট আধিপত্য দেখায় ব্রাজিল। পুরো ম্যাচে ৩৮ বার গোলের চেষ্টা করে তারা, যার মধ্যে ১৬টি অনটার্গেটে। পর্তুগালের মোট শট ছিল ১৯টি, অনটার্গেটে ৭টি। এছাড়া ব্রাজিল ১১টি কর্নার পায়, যেখানে পর্তুগালের সংখ্যা ৬।
ফাইনালের আগে ব্রাজিল সেমিফাইনালে স্পেনকে হারিয়ে উঠে ফাইনালে, আর পর্তুগাল আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্পেন ৫-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে।
ব্রাজিলের এই জয় শুধু শিরোপা নয়, বরং নারী ফুটসালে লাতিন আমেরিকার আধিপত্যও প্রমাণ করে। প্রথম আসরেই তাদের এই দাপট ভবিষ্যতে নারী ফুটসালের মান ও উত্তেজনা আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন