চট্টগ্রাম-৯ আসনের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. শামসুল আলম বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র সংগ্রামের সবচেয়ে দৃঢ়, সাহসী ও আপসহীন নেত্রী। তিনি ক্ষমতার নয়, জনগণের নেত্রী, যিনি মানুষের অধিকার রক্ষায় আজীবন লড়াই করে গেছেন।’
বুধবার (৩ ডিসেম্বর) কোতোয়ালি থানাধীন ৩৪ নং পাথরঘাটা ‘সি’ ইউনিটের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
শামসুল আলমের বক্তব্যে রাজনৈতিক আবেগের পাশাপাশি দীর্ঘদিনের সহযোদ্ধার প্রতি শ্রদ্ধা ও মমতার প্রকাশ দেখা গেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ. সবুর, প্রবীণ নেতা হাজী দেলোয়ার সওদাগর, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার খান, ৩৪ নং ওয়ার্ডের আহ্বায়ক মো. হাছান ও সদস্য সচিব মো. সালাউদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আবু মো. জাহেদ, শাহ আলম, সদস্য দিদার হোসেন, শহীদুল ইসলাম আরজু, ইউনিট সভাপতি আবু তৈয়ব, সহসভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মো. ফারুক, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, হাজী ইউনূস এবং অন্যান্য সক্রিয় দলের কর্মীরা। ছাত্রদল ও যুবদলের তরুণ নেতাদেরও দৃঢ় উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা জানান, ‘এই দোয়া মাহফিল শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়, এক ধরনের মানসিক ঐক্য প্রকাশ।’
দোয়া মাহফিল শেষে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতাকর্মীরা বলেন, ম্যাডাম দ্রুত সুস্থ হয়ে উঠুন—এই কামনাই আমাদের সবার।



