রূপালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের সভায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাতের মাধ্যমে তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ এবং দেশসেবার স্মরণ করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক এ বি এম আব্দুস সাত্তার, মো. আবু ইউসুফ মিয়া, সোয়ায়েব আহমেদ, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন, এ.বি.এম শওকত ইকবাল শাহিন এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মো. নজরুল হুদা বলেন, ‘বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা সবসময় স্মরণীয় থাকবে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং দোয়া করি যেন তিনি সুস্থ হয়ে দেশে সক্রিয় দায়িত্ব পালন করতে পারেন।’
ব্যাংকের কর্মকর্তারা জানান, এ ধরনের বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে তাঁকে সমর্থন জানানো এবং জনগণের সুস্থতার জন্য শুভকামনা প্রকাশ করা হলো। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একযোগে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে।

