ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

ধামরাইয়ে পুলিশের অভিযানে ১২ ঘণ্টায় গ্রেপ্তার ১৬

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৫:৫৪ পিএম
গ্রেপ্তার। প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানা, যুবলীগ নেতা, মাদক কারবারি ও ডাকাতির চেষ্টার ঘটনায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।

জানা গেছে, ধামরাই থানা পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি থানার আইনশৃঙ্খলা আরও উন্নত করার লক্ষ্যে ১২ ঘণ্টার একটি বিশেষ অভিযান পরিচালনা করেন ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম।

আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে ৯ জন, যুবলীগের ২ জন, মাদক কারবারি ৪ জন এবং ডাকাতির চেষ্টার ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য থানার প্রতিটি অফিসার তাদের নির্ধারিত বিট এলাকায় নিয়মিত ডিউটি পালন করছেন। এর পাশাপাশি আমরা গত ১২ ঘন্টায় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে মোট ১৬ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’

সকালে গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।