ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

পিস্তল নিয়ে রেস্তোরাঁয় বসে তরুণ-তরুণীর খুনশুটি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৪:৫১ পিএম
রেস্তোরাঁয় হাতে পিস্তল নিয়ে খুনশুটি করছেন দুজন। ছবি- সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি রেস্তোরাঁয় পিস্তল নিয়ে খুনশুটি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি রেস্তোরাঁর টেবিলে খাবার পরিবেশন করা হয়েছে। টেবিলের এক পাশে বসে আছেন এক তরুণ ও এক তরুণী। হঠাৎ করে টেবিলের অপর পাশ থেকে আরেক তরুণ বাঁ হাতে পিস্তল তাক করে মজা করছেন। পরে সেই পিস্তল নিয়ে খুনশুটিতে মেতে উঠেন ওই তরুণী ও তার সঙ্গীও।

ঘটনাটি গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের এমসিবাজার এলাকায় ঘটেছে বলে জানা গেছে।

ভিডিওতে থাকা দুই তরুণের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ (১৮)। তিনি পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি আজাহারুল মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলিফ এলাকায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। কিছুদিন আগেও একটি মামলায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভিডিও ভাইরাল হওয়ায় এলাকায় কিশোর অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশ নজরে এনেছে। পুলিশ জানায়, ভিডিওটি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।