ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে ফের ছুরিকাঘাতে যুবক নিহত

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৭:১১ এএম
শ্রীপুর মডেল থানা। ছবি- সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করার রেশ কাটতে না কাটতেই  ছুরিকাঘাতে ফের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) রাতে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করে স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে।