ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

অসুস্থ বাবাকে স্টেশনে ফেলে গেল ছেলে, দায়িত্ব নিলেন বিএনপি নেতা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০২:৪৯ পিএম
বৃদ্ধ হেলাল উদ্দিন। ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে অসুস্থ বাবাকে চিকিৎসা করাতে না পেরে রেলস্টেশনে ফেলে রেখে যায় ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ওই বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

জানা যায়, উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া এলাকার বাসিন্দা মৃত জব্বার আলীর ছেলে হেলাল উদ্দিন (৭০) দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। চর্মরোগে আক্রান্ত হয়ে শরীরের বিভিন্ন স্থানে ঘাঁ ও পচন ধরলে চিকিৎসার অভাবে তার সন্তানরা তাকে সরিষাবাড়ী রেলস্টেশনে ফেলে যায়।

পরবর্তীকালে একজন স্থানীয় নারী বিষয়টি জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমকে জানালে তিনি স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ঘটনাস্থলে পাঠান। সেখান থেকে হেলাল উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা, সদস্যসচিব রুবেল মিয়া এবং ছাত্রদল নেতা এবিএস সম্পদ জানান, ৬ মে তারা হেলাল উদ্দিনকে স্টেশন থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তার চিকিৎসার সব খরচ জেলা বিএনপির সভাপতি বহন করছেন।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, ‘একজন অসহায় মানুষ চিকিৎসার অভাবে কষ্ট করবে, তা মেনে নেওয়া যায় না। আমরা তার সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডা. রনি সাহা বলেন, হেলাল উদ্দিনের হাত-পা-সহ শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে।