শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মেধা বিকাশ এবং দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে এক দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬) জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‘সচেতনতা ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয়’ এবং ‘দুর্নীতিই দেশের সার্বিক উন্নয়নের প্রধান বাধা’—এই দুটি বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ৪টি দল অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তি ও প্রমাণের ভিত্তিতে মত প্রকাশে দক্ষ হয়ে ওঠে। দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, এ জন্য জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। মানুষ সচেতন হলে তারা দুর্নীতির কুফল সম্পর্কে জানবে এবং তা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখতে পারবে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চিলড্রেনহোম পাবলিক স্কুলের পক্ষ দল। পরে বিজয়ী দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন, দুদক জামালপুরের উপপরিচালক আবু সাঈদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রহুল আমিন বেগ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী এবং সাধারণ সম্পাদক আন্নু মিয়া প্রমুখ।
প্রতিযোগিতা উপভোগ করতে হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :