খুলনা সদর থানাধীন রূপসা ট্রাফিক মোড়ে খুলনা ড্যাপস ক্লিনিক থেকে মির্জা সুজনের (২৯) চার দিন বয়সি ছেলে নবজাতক গত সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে সময়ে চুরি হয়। পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবগত করলে খুলনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে উদ্ধার তৎপরতা চালায়। পরবর্তী সময়ে একই দিন সন্ধ্যা ৬টায় খুলনা সদর থানা পুলিশ রূপসা ইস্পাহানি গলিতে অভিযান চালিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার দিয়াপাড়ার লিয়াকত আলীর স্ত্রী নার্গিস বেগমকে (৫৫) গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে চুরি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করা হয়। পরে শিশুটি তার বাবার কাছে হস্তান্তর করা হয়। খুলনা সদর থানা পুলিশ গ্রেপ্তার নার্গিস বেগমের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন