জামালপুরের সরিষাবাড়ীতে জাল টাকাসহ মামুনুর রশিদ (৪০) নামে এক সাবেক পুলিশ সদস্যকে আটক করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।
বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার আরামনগর এলাকার সোনালী ব্যাংক (পিএলসি) শাখা থেকে তাকে আটক করা হয়।
মামুনুর রশিদ মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রুহিলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার এসআই (নিরস্ত্র) শাহীন মিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে সন্দেহভাজন অবস্থায় আটক করেন। পরে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে ৫০০ টাকার ৩২টি জাল নোট (মোট মূল্য ১৬,০০০ টাকা) এবং আসল ১,০০০ টাকার ১০০টি ও ৫০০ টাকার ২০০টি নোটসহ মোট ২ লাখ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুনুর রশিদ জাল টাকা ব্যবহারের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, বিভিন্ন উৎস থেকে এসব জাল টাকা সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে আসল টাকার মতো চালানোর চেষ্টা করতেন।
এ ঘটনায় সরিষাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে থানার ওসি রাশেদুল হাসান (রাশেদ) নিশ্চিত করেছেন।