ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, দুই ব্যক্তির কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৯:৩৩ এএম
দণ্ডপ্রাপ্ত সিকান্দার আলী ও আফসার আলী। ছবি: রূপালী বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- সিকান্দার আলী (৬০) ও আফসার আলী (৫০)। তারা দুজনই উজান কলকিহারা গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এই দণ্ড প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদীর ভাঙনরোধে কয়েকদিন আগে এলাকাটিতে জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু হয়। এ সুযোগে একটি চক্র সেখানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট থানা পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে রাত সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় সিকান্দার আলী ও আফসার আলীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানের পর দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণের জন্য বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, ‘বকশীগঞ্জের কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।’