ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

নীলফামারীতে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ১২:০২ পিএম
সৈয়দপুর রেলওয়ে স্টেশন। ছবি: রূপালী বাংলাদেশ

নীলফামারীতে ট্রেনে কাঁটা পড়ে ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সদর উপজেলার ঢেলাপীর সংলগ্ন কাদিখোল নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, সকালে কাটা পড়া অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

তবে ঠিক কোন সময়ে এবং কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।