ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

মাদারীপুরের কালকিনিতে তাঁতী লীগ নেতা গ্রেপ্তার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ১২:২০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সন্ত্রাসবিরোধী আইনে মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ফরাজীকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত রেজাউল ফরাজী কালকিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের উত্তর রাজদী গ্রামের মৃত ছত্তার ফরাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর থেকে রেজাউল ফরাজী এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. সোহেল রানা বলেন, ‘রেজাউল ফরাজীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।