ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

ফোনে যেসব অ্যাপ ডিলিট হয় না, সেগুলো বন্ধ করার উপায়

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০২:৫০ পিএম
ছবি- সংগৃহীত

আমাদের অ্যান্ড্রয়েড ফোনে অনেক অ্যাপ আগেই ইনস্টল থাকে। এগুলো সবসময় প্রয়োজন হয় না, কিন্তু এগুলো ফোনের মেমোরি খরচ করে এবং ফোনকে ধীর করে তোলে। তাই অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট বা বন্ধ করলে ফোন দ্রুত চলে এবং স্টোরেজও খালি হয়।

ফোন থেকে অ্যাপ ডিলিট করার প্রথম ধাপ

Settings এ যান

Apps অপশনে ক্লিক করুন

View all apps সিলেক্ট করুন

যেটি মুছে ফেলতে চান, সেটিতে ক্লিক করুন

Uninstall বাটনে চাপ দিন

অথবা, হোম স্ক্রিনে অ্যাপ আইকনে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। যদি ‘Uninstall’ অপশন আসে, চাপ দিলে অ্যাপ মুছে যাবে।

যেসব অ্যাপ ডিলিট করা যায় না, সেগুলো বন্ধ করার উপায়

Settings > Apps > View all apps এ যান

ডান উপরের তিনটি ডটে চাপ দিয়ে Show system সিলেক্ট করুন

যেই অ্যাপ বন্ধ করতে চান, সেটি বেছে নিয়ে Disable চাপ দিন

এতে অ্যাপটি কাজ বন্ধ করবে এবং ফোনের ব্যাটারি ও মেমোরি কম ব্যবহার করবে।

কিছু অ্যাপ সাধারণভাবে মুছে ফেলা যায় না। চাইলে কম্পিউটারের মাধ্যমে ADB টুল ব্যবহার করে এগুলো সরানো সম্ভব। তবে এটি টেকনিক্যাল, তাই অভিজ্ঞ না হলে এড়িয়ে চলাই ভালো।

আরেকটি সহজ বিকল্প হলো Universal Android Debloater, যার মাধ্যমে আপনি দেখতে পারবেন কোন অ্যাপ মুছে ফেলা সম্ভব, কোনটা নয়।

কেন এই কাজগুলো করবেন?

ফোনের মেমোরি খালি থাকবে

ফোনের গতি বেড়ে যাবে

কাজ করা হবে আরও সহজ

ফোন ঝামেলামুক্ত হবে

ফোনের দ্রুততা ও স্টোরেজ ব্যবস্থাপনাকে উন্নত করতে নিয়মিত অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ বা মুছে ফেলা অত্যন্ত জরুরি।