জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব এবার ফ্রি ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন সুবিধা। কোনো ধরনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই এখন অ্যাপ থেকেই ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখা যাবে। তবে ফিচারটি এখনো নীরবে চালু হওয়ায় অনেকেই বিষয়টি টের পাননি।
যে ভিডিওটি অফলাইনে দেখতে চান, সেটি খুললেই চ্যানেলের নামের নিচে একটি ‘ডাউনলড’ অপশন দেখা যাবে। সেখানে ট্যাপ করলেই ভিডিওটি অ্যাপের ভেতর সেভ হয়ে যাবে এবং ইন্টারনেট ছাড়াই পরে দেখা যাবে।
তবে এই ফিচারে কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন-
-ফ্রি ব্যবহারকারীরা শুধুমাত্র ১৪৪পি বা ৩৬০পি কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
-একসঙ্গে সীমিত সংখ্যক ভিডিও ডাউনলোড করা যাবে।
-মিউজিক ভিডিও বা ইউটিউব মিউজিক কনটেন্ট ডাউনলোডের সুযোগ থাকবে না।
প্রিমিয়াম ব্যবহারকারীরা আগের মতোই ৭২০পি ও ১০৮০পি পর্যন্ত উচ্চমানের ভিডিও ডাউনলোড করতে পারবেন। তাদের জন্য ডাউনলোড সংখ্যায় কোনো সীমাবদ্ধতা নেই।
বর্তমানে ইউটিউব প্রিমিয়ামের মাসিক খরচ ২৩৯ টাকা, যার মাধ্যমে পাওয়া যায়-
-বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার সুযোগ।
-উচ্চ রেজল্যুশনের ভিডিও ডাউনলোড।
-আনলিমিটেড অফলাইন ভিউ।
-ইউটিউব মিউজিক ডাউনলোডসহ আরও বেশ কিছু সুবিধা।
তবে প্রিমিয়াম লাইট প্যাকেজে এখনো ডাউনলোডের সুবিধা যুক্ত হয়নি। ফলে গুগল চাইছে ব্যবহারকারীরা যেন পূর্ণ প্রিমিয়াম সাবস্ক্রিপশনে আগ্রহী হন।

