যশোরের বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মহিলা দলের কর্মী সমাবেশ। শুক্রবার (১ আগস্ট) বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়ি মিলনায়তনে এই সমাবেশ আয়োজিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা মহিলা দলের সভাপতি রাশিদা খাতুন। তিনি তার বক্তব্যে বলেন, ‘এই কর্মী সমাবেশের উদ্দেশ্য ছিল দলীয় ঐক্য আরও সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে প্রস্তুতি নেওয়া।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুন্নাহার পান্না, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার, যুগ্ম সম্পাদক রাফাত আরা জলি, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন (আমু), দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৌলুদা পারভীন, বেনাপোল পৌর ও উপজেলার নেতারা।
এ ছাড়া বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যুগ্ম সাধারণ সম্পাদক মেহের উল্লাহ ও আমিরুল ইসলাম বাবু, যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, মহিলাবিষয়ক সম্পাদক পারুল আক্তার, জুলেখা খাতুন, জোসনা বেগম, হেনা খাতুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ ও সদস্য সচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল আরিফসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :