যশোরের মণিরামপুরে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামকে (৪৮) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারের হবিবার ওরফে হবির চিড়া মিলের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক ও মোবারকপুর গ্রামের মৃত মাস্টার আজহার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে আশরাফুল ইসলাম রাজগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে রাস্তার ওপর ডেকে নেন। কোন কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আশরাফুল মারা যান।
রাজনৈতিক কোন্দলের জের ধরে তিনি হত্যা হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান জানান, আশরাফুল ইসলাম খুনের খবর শুনে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। কারা কি কারণে তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন