ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের ঝিনুকমালা আবাসন প্রকল্পের মসজিদসংলগ্ন কলাবাগান থেকে ১১টি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতের দিকে স্থানীয়দের সন্দেহভাজন একটি বাজারের ব্যাগের খবরে সেনাবাহিনী ও পুলিশের একটি দল অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে। পরে সেগুলো ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) মনোজ কুমার ঘোষ জানান, ককটেলগুলোর মধ্যে পাঁচটি লাল কসটেপ ও ছয়টি কালো কসটেপ দিয়ে মোড়ানো ছিল।
সদর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ‘কীভাবে ককটেলগুলো ওই এলাকায় এলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’