ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

লালন স্মরণোৎসব: ৭৮ জনের মোবাইল চুরির অভিযোগ 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৫:১৫ পিএম
লালনের আখড়াবাড়ি। ছবি- সংগৃহীত

কুষ্টিয়ার ছেউড়িয়া লালন শাহের আখড়াবাড়িতে এবার তিন দিনের তিরোধান দিবসের অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম ঘটে। আর এ সুযোগে সক্রিয় ছিল মোবাইল ফোন চোর, পকেটমার ও জাল টাকার ব্যবসায়ী চক্র। তিন দিনে ফোন চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন ৭৮ জন। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম।

ফোন চুরি ও পকেটমারের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন: সিরাজগঞ্জ কান্দাপাড়ার মৃত আব্দুল হাইয়ের ছেলে শামিম তালুকদার (২৮), নেত্রকোনার বারহাট্টা থানার ডেউপুর উত্তরপাড়ার আব্দুর রহিমের ছেলে সেফায়েত উল্লাহ (১৯), কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ চিথোলিয়া গ্রামের মৃত রফিকুলের ছেলে মো. সজিব (১৯), মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার মোস্তফার ছেলে রমজান আলী (২৬), ময়মনসিংহের ত্রিশাল এলাকার কাশেমের ছেলে রাজিব মিয়া (২০), পাবনার চর ভবানীপুর এলাকার বক্করের ছেলে আব্দুল মালেক (২৫), গাইবান্ধার পরেশ তালুকদারের ছেলে মামুন তালুকদার (৫০), কুষ্টিয়ার জালালের ছেলে তানজিম (২০)। এ ছাড়াও জাল টাকার জন্য মো. সবুজকে (২৪) গ্রেপ্তার করা হয়। তিনি কুষ্টিয়ার মিরপুরের আমবাড়ীয়া এলাকার শাজাহান আলীর ছেলে।

লালন স্মরণোৎসবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলেও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন কুমারখালী থানার পরিদর্শক আমিরুল ইসলাম। তিনি বলেন, তিন দিনে ৭৮ জনের জিডি আকারে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ১০-১২ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।