ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মাটিরাঙ্গায় সেনা অভিযা‌নে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৭:১৬ পিএম
খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া দেশি অস্ত্র ও গোলাবারুদ। ছবি- সেনাবাহিনী

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় অভিযান চালিয়ে দেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১৯ অক্টোবর) গভীর রাতে মাটিরাঙ্গার দলদলীপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এক সংবাদ প্রেস‌বি‌জ্ঞ‌প্তিতে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. ক‌র্নেল ইব্রা‌হিম আধহাম। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ১৮ ফিল্ড রেজি. আর্টিলারী মাটিরাঙ্গা জোন গ‌ভীর রা‌তে জোনের আওতাধীন দলদলীপাড়া এলাকায় বি‌শেষ অভিযান পরিচালনা ক‌রে। সেনা অ‌ভিযা‌নের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী স্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে দুইটি বাড়ি ও বাড়ি সংলগ্ন এলাকা তল্লাশি করে ১‌টি দেশীয় তৈরি এক নালা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ ১টি ওয়াকিটকি ও ৫ টি পাহাড়ি দা জব্দ করার হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. ক‌র্নেল ইব্রা‌হিম আধহাম ব‌লেন, ‘পাহাড়ের শা‌ন্তি-শৃঙ্খলা রক্ষায় যেকোনো সন্ত্রা‌সী কার্যকলাপ মোকা‌বিলায় বাংলাদেশ ‌সেনাবা‌হিনী তৎপর র‌য়ে‌ছে।’

সন্ত্রাসী কার্যক্রম রো‌ধে আগামীতেও এ ধর‌নের অভিযান অব‌্যাহত থাক‌বে ব‌লেও জানিয়েছেন এই সেনা কর্মকর্তা।