লালমনিরহাটের আদিতমারীতে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে পারস্পরিক দ্বন্দ্বের জেরে মসজিদে তালা ঝুলিয়ে দেওয়ায় শুক্রবার সড়কে পবিত্র জুমার নামাজ আদায় করেন এক পক্ষের মুসল্লিরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপে দ্বন্দ্ব মীমাংসা করা হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়।
স্থানীয়রা জানান, শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় অর্ধশত বছর ধরে ওয়াক্তিয়া নামাজ আদায় হয়ে আসছিল। মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত এক বছর ধরে সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ অনুষ্ঠিত হয়ে আসছিল।
কিন্তু সম্প্রতি পার্শ্ববর্তী উত্তর গোবধা বাইতুন্নুর জামে মসজিদের মুসল্লি ও কমিটি দাবি করেন, মসজিদ থাকবে একটি, নতুন করে আর মসজিদ হবে না। এ দাবি জানাতে গিয়ে গত ১২ সেপ্টেম্বর তারা শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে তালা ঝুলিয়ে দেয়। এ সময় বাঁধা দিতে গেলে দুজন মুসল্লি আহত হন।
এরপর মসজিদ তালাবদ্ধ থাকায় গত শুক্রবার শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা সড়কে জুমার নামাজ আদায় করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রচার হলে জেলা প্রশাসন গুরুত্ব দিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসে। পরে মুসল্লিদের ঐক্যমতের ভিত্তিতে সমস্যার সমাধান করা হয়।
আদিতমারী থানার ওসি মোহাম্মদ আলী আকবর বলেন, ‘নামাজ আদায়কে কেন্দ্র করে দুই মসজিদের দ্বন্দ্ব প্রশাসনের হস্তক্ষেপে সুষ্ঠুভাবে সমাধান করা হয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন