জুলাইসহ সব গণহত্যার আন্তর্জাতিক মানদণ্ডে বিচার দাবি ও নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে শিবিরের বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় ঘুরে ভায়না মোড়ে এসে শেষ হয়। মিছিলের পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন মাগুরা জেলা জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, ইসলামী ছাত্রশিবির জেলা সেক্রেটারি জুবায়ের হোসেনসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা।
বক্তারা তাদের পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। তারা সংসদ নির্বাচনের আগে গণভোটেরও দাবি জানান।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমালোচনা করে বলেন, ‘জনগণ এখন জেগে উঠেছে। ষড়যন্ত্র করে কেউ রক্ষা পাবে না।’
এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, ‘আপনারা গর্তে লুকিয়ে আছেন, গর্তেই থাকুন। গর্ত থেকে মাথা বের করার চেষ্টা করা হলে কঠিন প্রতিক্রিয়া হবে।’

-20251113170340.webp)

