ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

হত্যা মামলায় ছাত্রলীগ নেতা সাগরের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৪:৪৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক সজল মোল্লা হত্যা মামলায় মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও নিষিদ্ধঘোষিত শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরের (৩১) ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিকুর রহমান এই আদেশ দেন।

এর আগে আদালতে নেওয়ার সময় সাজ্জাতের ফাঁসির দাবি করে বিক্ষুব্ধ ছাত্র আন্দোলনকারীরা আসামিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, মামলার তদন্ত কর্মকর্তা সজীব দে আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে বুধবার রাতে সাজ্জাত হোসেন সাগরকে ঢাকার ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে বৃহস্পতিবার ভোরে তাকে মুন্সিগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে মুন্সিগঞ্জ শহরে কয়েক হাজার ছাত্র-জনতা সমবেত হয়। ওই সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র ও ককটেল নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। আহত হন শতাধিক ব্যক্তি।

ঘটনার পর তিনটি হত্যা মামলা এবং অন্তত পাঁচটি হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয় সাজ্জাত হোসেন সাগরকে। ঘটনার দিন তার হাতে অস্ত্রধারী অবস্থায় থাকা একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।