ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

জাতীয় পার্টি ও আ.লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: জি এম কাদের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৭:৪৭ পিএম
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি- সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এই কথা বলেন। 

জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টিকে বাদ দিতে পারলে জামায়াতে ইসলামী লাভবান হবে, তাই ষড়যন্ত্র চলছে। এই সরকার দেশে গৃহযুদ্ধ বাধাতে চায়। দেশের ইতিহাসে কখনো এত খারাপ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল না।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়; তাদের নিজস্ব একটি দল রয়েছে—যে দল সব ধরনের সুবিধা পাচ্ছে এবং সরকারের নীতি-চলাচল সেই দলের পরামর্শে নির্ধারিত হচ্ছে।’

তিনি বলেন, ‘এদের করা নির্বাচনের চেষ্টা পাতানো; আমরা এ থেকে উদ্ধার পেতে চাই। দেরি যত বেশি হবে, ক্ষতিই তত বেশি হবে। দেশের ধ্বংস বাধাতে আমরা সকল শক্তি নিয়ে লড়ব।’

জিএম কাদের বলেন, ‘যে ভোটের জন্য শেখ হাসিনাকে ‘ফ্যাসিবাদী’ বলা হচ্ছে, সেই ভোটও তারা আয়োজন করতে চায় এবং পরিস্থিতি আরও ভয়ংকর আকার নিতে পারে।’

তিনি নির্বাহী আদেশের মাধ্যমে কোনো দল—বিশেষত আওয়ামী লীগকে—বাদ দেওয়ার পরিকল্পনাকে অকুস্থ করায়ত বলেন এবং বিচার প্রক্রিয়া কার্যকর করে অপরাধীদের দণ্ড নিশ্চিত করার পরামর্শ দেন।

গনতন্ত্র, আইনশৃঙ্খলা ও অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে জিএম কাদের উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরির প্রচেষ্টা চলছে। প্রতিমাসে মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। শিল্প-কারখানা বন্ধ হয়ে পড়ছে এবং বিনিয়োগ বন্ধ। 

তিনি বলেন, ‘দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে—কেউ কেউ মনে করছেন দুর্ভিক্ষ ইতোমধ্যেই শুরু হয়েছে।’ টিসিবির ট্রাকের পেছনে দীর্ঘ লাইনের কথা তুলে ধরে জনজীবনে কষ্টের কথা উল্লেখ করেন।

এরশাদ প্রসঙ্গে কথা বলতে গিয়েও জিএম কাদের বলেন, সাবেক এই রাষ্ট্রনায়ক উপনিবেশবাদী কাঠামো ভাঙার মাধ্যমে উপজেলা শাসনব্যবস্থা চালু করেছিলেন, যেখানে জনপ্রতিনিধিদের অধীনে স্থানীয় প্রশাসন ছিল। পরে সেই ব্যবস্থা বাতিল করে স্থানীয় ক্ষমতা খর্ব করে দেওয়া হয়েছে, এমন ব্যাখ্যাও দেন।

দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় ঐক্যহীনতায় দেশে বিভাজন গড়ে উঠছে এবং বর্তমান সরকার আগামী নির্বাচনের নিয়ন্ত্রণ করতে চায়; তাদের নিয়ন্ত্রণে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। 

তিনি নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপন করে জানান, যদি জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয় তবে তা প্রতিহত করা হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।