গাজীপুরের চান্দানা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন নিজ উপজেলার ময়মনসিংহের ফুলবাড়িয়ার সাংবাদিকরা। এ সময় তারা দ্রুত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। এতে ফুলবাড়িয়া ছাড়াও জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের দেখা গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এটি প্রশাসনের ব্যর্থতা। অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংবাদিক নূরুল ইসলাম খান, কবীর উদ্দিন সরকার হারুন, এনায়েতুর রহমান, রফিকুল ইসলাম মানিক, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম তরফদার প্রমুখ।
এদিকে, অকাল প্রয়াত এই সাংবাদিকের মৃত্যুতে উপজেলাজুড়ে গভীর শোক নেমে এসেছে।