ময়মনসিংহের নান্দাইলে এক মাসে একদিনও মাদ্রাসায় অনুপস্থিত না থাকা এবং ছুটির আগে চলে না যাওয়ায় ষষ্ঠ শ্রেণি থেকে আলিম শ্রেণি পর্যন্ত ২৪ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাজাপুর ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার প্রদান করা হয়।
মাদ্রাসার সহকারী মৌলভী আব্দুল আহাদের ব্যক্তিগত উদ্যোগে ২৪ শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে টিফিন বক্স প্রদান করা হয়।
শিক্ষকরা জানান, মাদ্রাসায় শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে এই পন্থা অবলম্বন করা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে এ অভিনব কৌশলকে শিক্ষক ও অভিভাবকরা ইতিবাচক হিসেবে দেখছেন।
চলতি বছরের আগস্ট মাস থেকে এ ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিয়মিত উপস্থিত ২৪ শিক্ষার্থীর মাঝে এ পুরস্কার প্রদান করা হয়।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাব্বির, সপ্তম শ্রেণির সাদিয়া, নবম শ্রেণির মারিয়া ও সানিয়া জানায়, ‘নিয়মিত মাদ্রাসায় আসার কারণে আমরা পুরস্কার পেয়েছি। খুব আনন্দ লাগছে। স্যারদের আমরা ধন্যবাদ জানাই।’
আলিম ১ম বর্ষের শিক্ষার্থী মৌমিতা ও মাহবুবুল জানায়, ‘আমরা নিয়মিত মাদ্রাসায় আসার কারণে পুরস্কার পেয়েছি। খুব ভালো লাগছে।’
মাদ্রাসার সহকারী মৌলভী আব্দুল আহাদ বলেন, ‘শিক্ষার্থীদের মাদ্রাসায় নিয়মিত উপস্থিতি ও শ্রেণিকক্ষে মনোযোগ বাড়াতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আমার ব্যক্তিগত উদ্যোগে আজ ২৪ শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে টিফিন বাক্স দেওয়া হয়েছে। আমাদের এ ধারা অব্যাহত থাকবে।’
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে না আসলে তারা শ্রেণিপাঠে পিছিয়ে পড়ে, ফলে পড়ালেখায় মনোযোগ হারায়। নিয়মিত পাঠদানে আগ্রহ বাড়াতে শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হয়েছে।’
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ মোহাম্মদ জুনাইদ বলেন, ‘এটি একটি উৎসাহব্যঞ্জক উদ্যোগ। মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আশা করি, এতে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়বে।’