ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৫:৩০ পিএম
প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ ফুলপুর সড়কের গোয়াতলা শশার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গোয়াতলা এলাকার আমজত আলীর ছেলে শামসুল হক (৩০) এবং আটপাড়া এলাকার হাসেন আলীর ছেলে শাহজাহান (৪৫)।

তারাকান্দা থানার এসআই মেহদী হামান বলেন, ‘গোয়াতলা শশার বাজার এলাকায় বাই-রোড থেকে একটি মোটরসাইকেল ময়মনসিংহ ফুলপুর সড়কে উঠছিল। এ সময় ঢাকা থেকে হালুয়াটগামী ইমাম পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।’ 

তিনি আরও বলেন, ‘মরদেহ দুটি স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’