ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মান্দায় দেশীয় মাছ রক্ষায় অভিযান, কারেন্ট জাল জব্দ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৩:৪৮ পিএম
বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁর মান্দায় দেশীয় মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ রিং (চায়না দুয়ারি) ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার বিলমান্দা এলাকার বিভিন্ন জলাশয়ে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী। এ সময় ৩০টি নিষিদ্ধ রিং জাল ও প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে বিল, নদী ও খাল-জলাশয়ে অবৈধ পদ্ধতিতে মাছ শিকার করে আসছে। এতে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউএনও আখতার জাহান সাথী বলেন, নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল মাছ ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলোর ব্যবহার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পাল, কম্পিউটার অপারেটর জিয়াউর রহমান, অফিস সহায়ক হাবিবুর রহমান এবং আনসার সদস্যরা।