ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

ধামইরহাটে ৪০ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৭:৫৩ পিএম
ধামইরহাটে ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এসইডিপি’ প্রকল্পের আওতায় নওগাঁর ধামইরহাটে ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় ধামইরহাট উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নওগাঁ জেলা শিক্ষা অফিসার মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার।

এ ছাড়া বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. নাজমুল হোসাইন, জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর শাহাদৎ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, অ্যাকাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. খেলাল ই রব্বানী, শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ‘পারফরম্যান্স বেইসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম’-এর আওতায় ২০২২ ও ২০২৩ সালের মেধাবী ৪০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।