পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি।
শনিবার (৫ জুলাই) সকালে রূপগঞ্জের তারাবো পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়ার পক্ষ থেকে স্থানীয় নেতা-কর্মীরা।
তারাবো পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এস.কে. শাহিন প্রধানের উদ্যোগে গন্ধবপুর তালতলা এলাকায় গন্ধবপুর কবরস্থান রোডে ফলদ গাছ রোপণ এবং সাধারণ মানুষের মাঝে চারাগাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সহসভাপতি আশরাফুল আলম সিরাজী রাসেল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক ইয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ও কৃষিবিদ সোহেল মিয়াসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে প্রকৃতি আজ হুমকির মুখে। বৃক্ষহীনতা এর অন্যতম কারণ। ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখতে এখনই সময় ব্যাপক বৃক্ষরোপণের।’
তারা আরও বলেন, ‘সচেতনতা তৈরি করে যদি সবাই এ কর্মসূচিতে অংশ নেয়, তাহলে একটি বাসযোগ্য ও সবুজ পরিবেশ গড়ে তোলা সম্ভব।’
আপনার মতামত লিখুন :