নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইতি আক্তার (২৫) নামের এক নারী খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) রাতে নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, মিজমিজি বাতানপাড়ার রওশন চেয়ারম্যানের ভাই ইব্রাহিমের বাড়িতে ভাড়া থাকতেন বিল্লাল ও ইতি। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাতে হঠাৎ করে তাদের ঘর থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা।
পরে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখতে পান, ইতি আক্তার মেঝেতে নিথর পড়ে আছেন এবং পাশে স্বামী বিল্লাল বসে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম জানান, ‘ইতি আক্তার তার স্বামী ও ছয় বছরের সন্তান রেখে পরকীয়ায় জড়িয়ে আরেকটি বিয়ে করেন। দ্বিতীয় স্বামীর সঙ্গে দুই মাস সংসার করে তিনি দুই দিন আগে আবারও প্রথম স্বামী বিল্লালের ঘরে ফিরে আসেন। শুক্রবার মোবাইল ফোন ব্যবহার নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বিল্লাল রুটি তৈরির বেলুন দিয়ে ইতির মাথায় আঘাত করলে তিনি মারা যান।’
তিনি আরও জানান, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’