ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৬:৩০ পিএম
তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) মানববন্ধন করেছে।

রোববার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় এনইউজের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে হত্যা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তারা আরও বলেন, তুহিন তার পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছেন। এই হত্যাকাণ্ডের মাধ্যমে মুক্ত সাংবাদিকতাকে স্তব্ধ করার অপচেষ্টা চলছে, যা গোটা সাংবাদিক সমাজকে আতঙ্কিত করেছে।’

বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যম কর্মীদের প্রতি সহিংসতা বন্ধ করা এবং হত্যাকারীদের দ্রুত বিচার কার্য সম্পন্নের আহ্বান জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, হাবিবুর রহমান বাদল, সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সাবেক সভাপতি নাফিজ আশরাফ, বর্তমান সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রনব কৃষ্ণ রায়, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, মাহমুদ হাসান কচি, বর্তমান সভাপতি এনামুল হক, কোষাধ্যক্ষ শওকত এ সৈকত, ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, বর্তমান সভাপতি আব্দুর রহমি, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম।

এ ছাড়া, কাত্তর টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান, আমাদের সময়ের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান (সোনারগাঁ), ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ সভাপতি ফারহানা মানিক মুনা, সাবিত আল হাসান, শরিফুল ইসলাম তনয় (আজকের পত্রিকা), আকাশ (জাগো নিউজ), রাশেদুল কবির খান (সময়ের আলো), ফারুক হোসেন (এশিয়ান টিভি)সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকরা।