‘সবাই একসাথে মিলেমিশে শান্তি, সমৃদ্ধি ও সাম্যের সমাজ গড়ি’-এই স্লোগানকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জ থানায় দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে সিদ্ধিরগঞ্জের তাজমহল রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
সভায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। তিনি ৪টি পত্রিকা থেকে ৪৪টি পত্রিকায় সম্প্রসারণের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ-তারা জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”
তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের দল, চারবার রাষ্ট্র পরিচালনা করেছে। এই দলে থেকে নিজেকে প্রার্থী হিসেবে গর্বিত মনে করি। দল যদি চায়, আমি ৩ বা ৪ যে কোনো আসন থেকে মনোনয়ন পেলে জনগণের পাশে থেকে কাজ করব। সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের মানুষ আমার আপনজন।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর ধরে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে যেন জনগণ মুক্তমনা হয়ে ভোট দিতে পারে, সে লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন। আমাদের মধ্যে কোনো কোন্দল থাকবে না-ধানের শীষ প্রতীকের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সভায় সিদ্ধিরগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।